উন্নত প্রযুক্তিতে আখচাষ বৃদ্ধি করে মিলজোনএলাকায় আখের উৎপাদন বৃদ্ধিকরণ। মিলসমূহের উৎপাদন ক্ষমতানুযায়ী ১০ লক্ষ মেট্রিক টন আখ মিলে সরবরাহ নিশ্চিতকরণ। দক্ষতার সাথে মিলে নিরবচ্ছিন্ন আখ মাড়াই ও চিনি উৎপাদন নিশ্চিতকরণ। উৎপাদিত চিনি দেশব্যাপী বিপণনের মাধ্যমে চিনির বাজারমূল্য স্থিতিশীল রাখা। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা। অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনয়নের লক্ষ্যে চিনি, চিনিজাত ও উপজাতভিত্তিকপণ্য উৎপাদনের শিল্প স্থাপন।